রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে দুই বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এদিন যাত্রাবাড়ীর ভুট্টুরোড, ডগাইর, কাজলার পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে জেড নেক্স ওয়াশিং সেন্টারে সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় গ্যাস লাইন বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট থেকে কিল করা হয়। এতে ২টি ড্রায়ার ও ১টি বয়লারে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় মোট ১ হাজার ৩৫০ সিএফটি গ্যাস সাশ্রয় হবে।
এছাড়া কাজলার পাড়স্থ মক্কা ওয়াশিং প্লান্টে অভিযানকালে সম্পূর্ণ অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় গ্যাস লাইন বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট থেকে কিল করা হয়। এতে ৫টি ড্রায়ার ও ১টি বয়লারে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় মোট ১ হাজার ৭৫০ সিএফটি গ্যাস সাশ্রয় হবে।
অভিযান পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে না পাওয়ায় মোবাইল কোর্টের আওতায় দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।