বৃহস্পতিবার , ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ম্যান্ডেলা কাপের শিরোপা জিতলো বার্সা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জুলাই, ২০১৮

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ম্যান্ডেলা সেন্টেনারি কাপের শিরোপা জিতলো এফসি বার্সেলোনা। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন ক্লাব মামেলোদিকে ৩-১ গোল হারায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দেশটির প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী উপলক্ষে এ ম্যাচের আয়োজন করা হয়। এদিন কাতালানদের হয়ে একটি করে গোল করেন উসমান দেম্বেলে, লুইস সুয়ারেজ ও আন্দ্রে গোমেজ।

আফ্রিকার ইতিহাসে প্রথম কৃঞ্চাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে ম্যান্ডেলা। তিনি ২০১৩’র ডিসেম্বরে ৯৫ বছর বয়সে মৃত্যু বরণ করেন। এদিন জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে ম্যাচের ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

প্রথমার্ধে ১৯তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। পরে ৬৬তম মিনিটে বার্সার হয়ে শেষ গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড মারিও গোমেজ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এবারের লা লিগায় শেষ ম্যাচে আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। এক মাস আগে চলতি আসরের শিরোপা ঘরে তুলে কাতালানরা।

অনলাইন ডেস্ক