সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ম্যাচসেরা রিশাদকে নিয়ে যা বললেন শান্ত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪

বাংলাদেশের দলের আক্ষেপের জায়গাজুড়ে ছিল লেগ স্পিনার। দ্বিতীয় ধাপে কোচ হয়ে আসার পরই চন্ডিকা হাথুরুসিংহে কাজ শুরু করেন লেগ স্পিনার খোঁজার। সে ধারাবাহিকতাই সুযোগ পেয়ে যান রিশাদ হোসেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও রয়েছেন তিনি। আর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেই রিশাদ নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা।

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ। নিজের বোলিংয়ের ৪ ওভার কোটা পূরণ করে ২২ রানে নেন ৩ উইকেট। ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিশাদকে আলাদা করে ব্যাখা করেছেন অধিনায়ক শান্ত।

তিনি বলেন, ‘(রিশাদ) অসাধারণ বোলিং করেছে। গত কয়েক সিরিজ ধরেই ভালো করে আসছে। সে যেভাবে অনুশীলন করে। ওর প্রস্তুতি খুবই ভালো। আমরা সবসময় সংগ্রাম করি আমাদের একটা লেগ স্পিনার নাই। অই জায়গাটা আমাদের পূরণ হয়েছে আমি আশা করব যে সামনের ম্যাচগুলোতেও এভাবে অবদান রাখবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে শান্ত বলেছেন, ‘আসলে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং শুরু করল তাতে আমার মনে হয় তারা দারুণভাবে শুরু করেছে। প্রথম ইনিংসের পর বল হাতেও তারা ভালো শুরু করেছিল। তারা দারুণ ক্যারেক্টার দেখিয়েছে মাঠে। ফিল্ডাররা নিজেদের উজাড় করে দিয়েছে। আমার মনে হয় তারা কিছুটা কম রান করেছে।’