শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পলাতক এক ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পলাতক থাকা ছিনতাই চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ । গ্রেফতারকৃতের নাম- মো. আজিজুল (২০) ।
সোমবার (০৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস দল ।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং ১৩ নং রোডের পশ্চিম প্রান্তে নদীর পাড়ের ওয়াকওয়েতে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতা দুইজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ইয়ামিন (২৩) নামের একজন ঘটনাস্থলেই মারা যায় এবং ফাহিম (২৩) নামে অপর একজন গুরুতর আহত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ইয়ামিনের মরদেহ মর্গে রয়েছে এবং আহত ফাহিম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানা যায়, ঘটনার পর থেকে পলাতক থাকা আজিজুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস দল।

গ্রেফতারকৃত আজিজুল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।