রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি ব্লকে চাপাতি ঠেকিয়ে পাঠাও কুরিয়ার কর্মীর কাছ থেকে ৪১ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ফেরদৌস (২০)।
বুধবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, ৭ আগস্ট বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি ব্লকের ১৪ নম্বর বাসার সামনে কুরিয়ার কর্মী নাজিম উদ্দিনকে আটকে চাপাতি ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারী। পরে তারা অটোরিকশায় পালিয়ে যায়। এ ঘটনায় ৯ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তৎপরতায় ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশাসহ ফেরদৌসকে ১৩ আগস্ট সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল মোমিন বলেন, ফেরদৌস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।