রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেয়েকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার ঘটনায় সালিশ বৈঠকে বাবা ফখরুল ইসলাম (৫৮) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ২৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফখরুলের মেয়েকে ওই এলাকার রিফাত ও তার সহযোগীরা জোরপূর্বক তুলে নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়। সেখানে রিফাত জোরপূর্বক তাকে বিয়ের রেজিস্টারে স্বাক্ষর করিয়ে নেয়। এদিকে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার দিন রাতেই হাটহাজারী মডেল থানায় জিডি করেন ফখরুল। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ দ্বন্দ্ব সমাধানে গত শুক্রবার রাতে সন্দ্বীপ কলোনির আমতলী এলাকায় সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে ছেলে পক্ষ ও মেয়ে পক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এ সময় ফখরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় শনিবার (২ আগস্ট) রাতে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।