সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৬৪ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে বৃত্তির অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনে সফলতায় পৌঁছতে হলে তোমাদের পড়াশোনা করতে হবে। বাবা-মা এবং শিক্ষকদের কথা মেনে চলতে হবে। সমাজের ভালো কাজগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। অসহায়-গরীব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে জীবন সুন্দর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অ্যালামনাই এসোসিয়েশনের
প্রধান পৃষ্ঠপোষক নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেডের এমডি মোঃ সামসুল আলম মল্লিক।

৬৪ শিক্ষার্থীকে দুই লক্ষ ৯৬ হাজার টাকা বৃত্তির অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১০ সাল থেকে এ বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে।