সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি ঠান্ডা হাওয়া এমন দিনে শরীরী উদ্‌যাপন জমে উঠবে কী করে?

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩

আকাশে কালো মেঘ। ঝিরিঝিরি বৃষ্টি। সঙ্গে মৃদুমন্দ হাওয়া। প্রেমের উদ্‌যাপনের জন্য এর চেয়ে ভাল আবহাওয়া আর কী হতে পারে। তার উপর রবিবার। ছুটির আবহে মেঘলা দিনেও ভালবাসা হয়ে ওঠে রঙিন। কিন্তু এমন বৃষ্টির দিনে প্রেম কি শুধু মৌখিক সংলাপেই সীমাবদ্ধ থাকবে? গবেষণা জানাচ্ছে, মেঘলা আবহাওয়া ভালবাসার শরীরী উদ্‌যাপনের সেরা সময়।

আকাশে কালো মেঘ। ঝিরিঝিরি বৃষ্টি। সঙ্গে মৃদুমন্দ হাওয়া। প্রেমের উদ্‌যাপনের জন্য এর চেয়ে ভাল আবহাওয়া আর কী হতে পারে। তার উপর রবিবার। ছুটির আবহে মেঘলা দিনেও ভালবাসা হয়ে ওঠে রঙিন। কিন্তু এমন বৃষ্টির দিনে প্রেম কি শুধু মৌখিক সংলাপেই সীমাবদ্ধ থাকবে? গবেষণা জানাচ্ছে, মেঘলা আবহাওয়া ভালবাসার শরীরী উদ্‌যাপনের সেরা সময়।
১) বর্ষার দিনে ঘরের চেনা পরিবেশে যৌনতার একঘেয়েমি কাটাতে, বেছে নিতে পারেন বাড়ির অন্য কোনও স্থান। তেমন কোনও সুযোগ না থাকলে নিজেদের ঘরটাই সাজিয়ে নিতে পারেন মনের মতো করে। তবে যৌন খেলায় মেতে ওঠার আগে এত পরিকল্পনা মাথায় থাকে না। তাতেও কোনও সমস্যা নেই। ব্যালকনিতে সন্ধ্যার আঁধারে মিশে গিয়ে বৃষ্টির গন্ধ শরীরে মেখে ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড কিন্তু হতেই পারে।
২) বৃষ্টির সোঁদা গন্ধ উত্তেজনা বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে অধিক তৃপ্তির জন্য উত্তেজনার সম্পূর্ণ বহিঃপ্রকাশ না করাই ভাল। যৌনতা অনুভব করার বিষয়। তাড়াহুড়োর নয়। মেঘলা দিনে সঙ্গীকে দৃঢ় আলিঙ্গন কিংবা গভীর চুম্বনও কিন্তু সম্পর্কে একটা অন্য মাত্রা নিয়ে আসবে।

৩) বৃষ্টির দিনে শরীরী উদ্‌যাপনের অন্যতম সঙ্গী হতে পারে রেড ওয়াইন। ওয়াইন খেলে শরীরের অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বাড়ে। এই হরমোন এমনিতেই মন এবং শরীর চাঙ্গা রাখে। যৌনতাতেও আলাদা উত্তেজনা প্রদান করে ওয়াইন।