রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুহূর্ত গাঢ় হতে দিচ্ছে না সঙ্গীর কালচে ঠোঁট, রইল সমাধান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মার্চ, ২০২৩

বাইরে বেরোনোর সময়ে না হয় ঠোঁটের কালচে ছোপ ঢাকতে লিপস্টিক মেখে নিলেন। কিন্তু চার দেওয়ালের মধ্যে লিপস্টিকের পরত উঠতেই অন্তরঙ্গ মুহূর্তে অস্বস্তিতে পড়তে হচ্ছে। কারণ কালচে ঠোঁট। খুব একটা যে ধূমপান করেন তেমনটা তো নয়। তা হলে সমস্যা কোথায়?

চিকিৎসকদের মতে, শুধু যে দীর্ঘ দিন ধরে ধূমপান করলেই ঠোঁটের রং বদলে যায়, তেমনটা কিন্তু নয়। তার জন্য শারীরিক কিছু সমস্যাও দায়ী। আবার জিনগত কারণেই কিন্তু ঠোঁটে কালচে ছোপ পড়তে পারে। এই দাগ তোলার নির্দিষ্ট কোনও ওষুধ না থাকলেও ঘরোয়া কিছু জিনিস আছে, যা নিয়মিত ব্যবহার করলে কিন্তু ঠোঁটের কালচে দাগ দূর হতে পারে।

১) লেবুর রস

সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলে লেবুর রস খান তো? লেবু কচলে হাতে যেটুকু রস লেগে থাকে, ওইটুকুই ঠোঁটে মেখে নিন, তাতেই কাজ হবে। তবে মিনিট পনেরোর বেশি রাখবেন না। তাড়াতাড়ি উপকার পেতে গেলে নিয়মিত ব্যবহার করতে হবে এই টোটকা।

২) কাঠবাদামের তেল

ভিটামিন ই-এর গুণে সমৃদ্ধ কাঠবাদামের তেল ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে। রাতে শুতে যাওয়ার আগে, ভাল মানের কাঠবাদামের তেল নিয়মিত ঠোঁটে মাখার অভ্যাস করুন।