বুধবার , ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মুস্তাফিজুর রহমান যেখানে, বাংলাদেশের নজর সেখানে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

আইপিএলের সতেরোতম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। শুরুতে স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে ছিল সংশয়। কিন্তু দ্য ফিজের কপাল খুলে যায় চেন্নাইয়ের লঙ্কান পেসার মাথিশা পাথিরানার চোটের কারণে।

আর জায়গা পেয়ে দারুণভাবে সেই সুযোগ লুফেও নেন ফিজ। বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের দারুণ জয়ের পেছেন বড় অবদান ছিল মুস্তাফিজের। চার উইকেট নিয়ে তিনি নিজের ওপর থাকা প্রত্যাশার সীমাকেই ছাড়িয়ে গিয়েছেন। আজ মঙ্গলবার রাতে গুজরাটের বিপক্ষে ম্যাচেও তাই শুরুর একাদশে থাকতে পারেন বাংলাদেশের এই পেসার।

চেন্নাইয়ের একাদশে চার বিদেশির মধ্যে ড্যারিল মিচেল এবং রাচিন রবীন্দ্রের জায়গা একেবারেই নিশ্চিত। দুজনে বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটিং স্তম্ভের বড় ভরসা। বোলিংয়ে আছেন তিনজন। দুই লঙ্কান বোলার মাথিশা পাথিরানা এবং মাহিশ থিকশানা। আর আছেন মুস্তাফিজ। থিকশানা আসরের প্রথম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি। তবে তিনি দলের স্পিন বিভাগের মূল কারিগর।

প্রথম রাউন্ড শেষে পার্পল ক্যাপ মুস্তাফিজের

লড়াইটা তাই মূলত মুস্তাফিজ এবং পাথিরানার মাঝে। তবে এক্ষেত্রে মুস্তাফিজ কিছুটা এগিয়ে থাকতেই পারেন। ইনজুরি ফেরত খেলোয়াড়কে দুইদিনের অনুশীলন পর্ব শেষে সরাসরি মাঠে নামানোর সম্ভাবনা কিছুটা কম। এছাড়া ম্যাচ যেহেতু চেন্নাইয়ের মাঠে, তাই কিছুটা হলেও মুস্তাফিজুর রহমানকে বিবেচনায় রাখতে চাইবে চেন্নাই টিম ম্যানেজমেন্ট।

চেন্নাইয়ের দলে আজকের ম্যাচে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। ইনিংসের ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে রাচিন রবীন্দ্র থাকবেন। আজিঙ্কা রাহানে এবং ড্যারিল মিচেল থাকবেন এরপরেই। শক্তিশালী মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজা এবং সামির রিজভি থাকবেন। অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি থাকবেন এরপরেই।

বোলারদের তালিকায় থাকবেন দীপক চাহার, মাহিশ থিকশানা এবং তুশার দেশপাণ্ডে। আইপিএলের ইম্প্যাক্ট খেলোয়াড়ের প্রভাব পড়তে পারে মুস্তাফিজের ওপর। চেন্নাই যদি আগে বোলিং করে, তবে মূল একাদশে থাকবেন বাংলাদেশের এই পেসার। সেক্ষেত্রে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে ব্যাটিং করতে আসবেন শিভাম দুবে। আর চেন্নাই আগে ব্যাট করলে একাদশে থাকবেন শিভাম দুবে। মুস্তাফিজ হবেন ইমপ্যাক্ট ক্রিকেটার।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

চেন্নাই আগে ব্যাট করলে: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভাব দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুশার দেশপাণ্ডে।
ইম্প্যাক্ট খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান

চেন্নাই আগে বল করলে: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুশার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান।
ইম্প্যাক্ট খেলোয়াড়: শিভাম দুবে