‘মা আমি চুরি করিনি’— নোট লিখে চিরবিদায় নিলো ছেলে
ভারতের পশ্চিম মোদিনীপুরে ১২ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে। সে চিপস চুরি করেছে এমন অভিযোগ তুলে এক দোকানি তাকে কান ধরে ওঠবস করায়। দোকানির অভিযোগের প্রেক্ষিতে সবার সামনে তার মা-ও তাকে চড় মারে। এতে ক্ষোভে-অপমানে বিষপান করে শিশুটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৩ মে) এ আত্মহত্যার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, কৃষেন্দু দাস নামে সপ্তম শ্রেণির ওই শিশুটি গোসাইবার বাজার থেকে চিপসের একটি প্যাকেট নেয়। ওই সময় দোকানিকে টাকা দেওয়ার জন্য ডাকলেও সে পায়নি। তখন একটি চিপসের প্যাকেট নিয়ে সে চলে আসে।
এর কিছুক্ষণ পর শুভঙ্কর দিক্ষিত নামে ওই দোকানি তাকে তাড়া করে। এরপর তাকে প্রথমে চড় মেরে ওঠবস করতে বলে। ওই শিশুটির মাকেও সেখানে ডাকা হয়। তিনিও এসে ছেলেকে ধমকান এবং সবার সামনে চড় মারেন। যদিও ওই সময় শিশুটি বলছিল সে চিপস চুরি করে আনেনি। দোকানিকে পরে গিয়ে টাকা দিয়ে দিবে।
এছাড়া ওই সময় সে দোকানিকে টাকা দিতে চায়। কিন্তু তা সত্ত্বেও তাকে সবার সামনে অপমান করতে থাকে তারা। এর কিছুক্ষণ পর মায়ের সঙ্গে বাড়িতে এসে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘসময় সাড়া না পেয়ে তার মা ও অন্য আত্মীয়রা দরজা ভেঙে দেখতে পায় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আর তার পাশে কীটনাশকের অর্ধেক খালি একটি বোতল পড়ে আছে। এছাড়া সেখানে তারা একটি নোটও পান।
এতে লেখা ছিল, “ মা আমি চোর নই। আমি চুরি করিনি। আংকেল (দোকানি) তার দোকানে ছিলেন না যখন আমি তার জন্য অপেক্ষা করছিলাম। যখন আমি ফিরে আসছিলাম তখন রাস্তায় কুরকুরের একটি চিপস পড়ে থাকতে দেখি এবং আমি সেটি তুলে নিয়ে আসি। আমি কুরকুরে চিপস খুব পছন্দ করি। আমি চলে যাওয়ার আগে এগুলো আমার শেষ কথা। বিষপান করায় আমাকে ক্ষমা করো।”
ওই মা তার ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এ ঘটনা জানার পর সাধারণ জনতা ওই দোকানের সামনে জড়ো হন। কিন্তু তাকে সেখানে পাননি তারা। দোকানি দাবি করেছেন, শিশুকে চিপস চুরির অপবাদ দিয়ে তিনি কোনো কিছু করেননি।
সূত্র: এনডিটিভি