1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মায়ামির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যা বললেন মেসি - NEWSTVBANGLA
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

মায়ামির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যা বললেন মেসি

প্রতিনিধি

মায়ামির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যা বললেন মেসি
প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে আয়োজক যুক্তরাষ্ট্র থেকে অংশ নেবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আসরের উদ্বোধনী ম্যাচেই তারা মাঠে নামবে। বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোরেই পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের। যেখানে মেসির মায়ামি মুখোমুখি হবে সৌদি আরবের ক্লাব আল-আহলির। সবমিলিয়ে চতুর্থবার এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন মেসি, তবে ইউরোপীয় ক্লাবের বাইরে এবারই প্রথম।

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয় মেসি-সুয়ারেজদের ক্লাব মায়ামির। তাই হয়তো বড় লক্ষ্যের কথাও জানাননি আর্জেন্টাইন মহাতারকা। তবে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়ার প্রত্যাশা মেসির, ‘এটি দারুণ এক টুর্নামেন্ট। এখানে খেলা রোমাঞ্চকরই হবে। তবে অন্য ক্লাবগুলোর সঙ্গে খেলার চেয়ে এবার মাইন্ডসেটটা ভিন্ন। অবশ্য এখনও আমার পূর্ণ শক্তি ও আশা আছে, প্রতিপক্ষ যেই থাকুক নিজেদের সেরা পারফর্ম করার লক্ষ্যে নামব।’

সাতটি দল থেকে এবার অভূতপূর্ব সিদ্ধান্তে ক্লাব বিশ্বকাপ বেশ বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩২ দলের এই আসরে নতুন ফর‌ম্যাট এবং তর অধীনে গ্রুপপর্ব ও নকআউট রয়েছে। বিশ্বের সেরা ক্লাবগুলোর এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা নিয়ে মেসি বলেন, ‘দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের নানা প্রান্তের ক্লাবগুলো ইউরোপিয়ান পাওয়ারহাউজের মুখোমুখি হওয়ার সুযোগ এসেছে। এসব ক্লাব পুরো বিশ্বে উচ্চতর বেঞ্চমার্ক এবং সেখানে সেরা ফুটবলাররা খেলে। ফলে এই অভিজ্ঞতা হবে বিশেষ, খেলোয়াড় এবং স্টেডিয়ামে আগত ফুটবলভক্তদের জন্য।’

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের একজন মেসি। এর আগেও তার ক্লাব বিশ্বকাপে তিনবার খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও তিনি ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন। যখন সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা বার্সেলোনার হয়ে তিনবার (২০০৯, ২০১১ ও ২০১৫) শিরোপা জিতেছেন ক্লাব বিশ্বকাপে। ইন্টার মায়ামির সঙ্গে ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘এ’–তে রয়েছে আল-আহলি, ব্রাজিলের পালমেইরাস ও পর্তুগালের পোর্তো।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি করে দল। গ্রুপপর্ব শেষে সেরা দুই দল যাবে নকআউট পর্বে, যেখানে একের পর এক হাইভোল্টেজ ম্যাচে হবে চূড়ান্ত লড়াই। আগামী ১৩ জুলাই নিউজার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো আসরের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২ ভেন্যুতে।

নিজেদের প্রথম ম্যাচে মেসির মায়ামি কাল ভোর ৬টায় মুখোমুখি হবে আল-আহলির। ম্যাচটি হবে তাদেরই মায়ামির মাঠ হার্ডরক স্টেডিয়ামে। এরপর ২০ জুন পোর্তো এবং ২৪ জুন পালমেইরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে হাভিয়ের মাশ্চেরানোর দল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে মায়ামিসহ তিনটি ক্লাব এবারের ফিফার এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট