সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দা মমিন শাহানা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ মার্চ, ২০২৩
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় মান্দা মমিন শাহানা সরকারি কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র প্রভাষক মফিজ উদ্দিন শাহ এবং শিক্ষার্থী সজীব রানা। শেষে শহীদদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হারুন-অর- রশিদ আল মাহমুদ। এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্তরে শহীদ মিনারের সামনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পুষ্পস্তবক অর্পণ করে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ভিডিপি এবং উপজেলা
স্কাউট দলের সমন্বয়ে গঠিত দলসমূহের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও মান্দা উপজেলা আ’লীগ,বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।