নওগাঁর মান্দায় ৭ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাংলা (আবশ্যিক) -১ম পত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, প্রতি বছর এ উপজেলার ৮টি কেন্দ্রে ৭৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতো । কিন্তু চকউলী বহুমুখী হাইস্কুল ও কলেজ কেন্দ্র বাতিল হওয়ায় চলতি বছর থেকে ওই কেন্দ্রের শিক্ষার্থীরা ৭ টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। কেন্দ্র গুলো হলো, গোটগাড়ী শহীদ মামুন সরকারি স্কুল এন্ড কলেজ,মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, কয়াপাড়া কামারকুড়ি (কে.কে) উচ্চ বিদ্যালয়, সাহাপুর ঢোলপুকুড়িয়া এলাকা (ডি.এ)উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কালিকাপুর -চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় ।
অপরদিকে, একইদিন রেবা আখতার আলিম মাদ্রাসা ও কালিকাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে শুধু এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর।
এব্যাপারে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম সেখ বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমূক্ত পরিবেশে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। যে যার অবস্থান থেকে পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করবেন বলে আশাবাদী।