সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় ২ মাদকসেবীর কারাদন্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নওগাঁর মান্দায় পৃথক অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর একটি বিশেষ টিম। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যান আদালত। বুধবার (২৩ অক্টোবর ) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নাপিতপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে তোতা (২৪) ও কালিসফা গ্রামের মৃত সবিয়া পাহানের ছেলে অরুপ পাহান (৩৬)। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মান্দা শারমিন জাহান লুনা আসামী তোতাকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের ও অরুপ পাহানকে পাঁচ মাসের বিনাশ্রম কারদন্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এসময় প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিদর্শক শাহীন শওকত।