রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় হৃত দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নওগাঁ প্রতিনিধিঃ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে ১৪ টি ইউনিয়নের অসহায় দুস্থ ও হৃত দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে ইসলামী সমাজ কল্যান পরিষদ প্রাঙ্গণে থানার আমির  মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে হৃত দরিদ্র মানুষদের কল্যাণ ও স্বাবলম্বী করার জন্য এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ (পূর্ব) জেলা আমীর খ. ম আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুর রাকিব, আলহেরা ইসলামী একাডেমীর প্রিন্সিপাল  মোঃ আয়নাল হক, কর্ম পরিষদ সদস্য আব্দুল মালেক এবং বিশিষ্ট সমাজসেবক ইমাজ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, থানা সেক্রেটারি মাস্টার মো: মোয়াজ্জেম হোসেন ।