নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নাঈম সেখ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীপুর মদনচকের দও এলাকায় পাঁঠাকাটা-শিবগঞ্জ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত নাঈম সেখ (২৭) রাজশাহীর বাসিন্দা।
সে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর গোররা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে একটি পালসার মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে বৈদ্যপুর ঘাট হয়ে পাঁঠাকাটা-শিবগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে বানডুবি ঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় লক্ষীপুর মদনচকের দও এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা চার্জার ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বও আহত হন।
এরপর তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।