নওগাঁর মান্দায় বর্ষবরণ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে মান্দা উপজেলা প্রশাসন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী,যুগ্ম আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, মোজ্জামেল হক মকুল, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম,নওফেল আলী মন্ডল,
অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল,যুগ্ম আহবায়ক ডি.এম আব্দুল মালেক,এ্যাড.মিজানুর রহমান,সিদ্দিক হোসেন,মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামশুল ইসলাম বাদল, মান্দা উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক সুলতান,মান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,
মান্দা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম সরোয়ার স্বপন, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা,ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং গনেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।