সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁর মান্দায় ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার মান্দা মমিন শাহানা সরকারী ডিগ্রি কলেজ এবং চকউলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ইসলামিক স্টাডিজ ও ব্যাবস্থাপনা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এব্যাপারে মান্দা মমিন শাহানা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেদারুল ইসলাম বলেন, অবাধ,সুষ্ঠ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষার ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। আমাদের কেন্দ্রে নকলের ব্যাপারে কোন ছাড় নেই। অত্র কেন্দ্রের সর্বমোট পরীক্ষার্থী ৩৬৯ জন।

প্রথম দিনের পরীক্ষায় উত্তরা ডিগ্রি কলেজ, চকউলী ডিগ্রি কলেজ, বলিহার ডিগ্রি কলেজ, দাসপাড়া ডিগ্রি কলেজ এবং পানিয়াল আদর্শ মহাবিদ্যালয়ের ৪৯ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলেও জানান তিনি।