সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় জামায়াতের বিজয় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

নওগাঁর মান্দায় জামায়াতের বিজয় ও দোয়া অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার ফেরিঘাট হাফেজিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা’র আয়োজনে এ বিজয় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা’র আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খ,ম আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, ওলামা জামায়াতের জেলা সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা’র কর্ম পরিষদ সদস্য, হাফেজ আব্দুল কাইয়ুম, জামায়াতে ইসলামী যুব বিভাগ, নওগাঁ জেলা শাখার সভাপতি আবু শিহাব, মান্দা সদর ইউপি চেয়ারম্যান

জামায়াত নেতা তোফাজ্জল হোসেন, নূরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা জায়েদুর রহমান, জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা’র কর্ম পরিষদ সদস্য, মোখলেছুর রহমান কামরুল, সাবেক শিবির নেতা আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইচ আর ডি সম্পাদক, আবু ইউসুফ, ইসলামি ছাত্রশিবির মান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি আমানুল্লাহ আমান প্রমূখ।