রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁর মান্দায় জাতীয় প্রাথমিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এসব পুরস্কার বিতরণ করা হয়। মান্দা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ এবং  প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল নিজস্ব অর্থায়নে এসব পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেশ আলী, দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ,এনায়েতপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, প্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,আইয়ুব হোসেন মৃধা,আব্দুল আজিজ,রেজাউন্নবী,  আসমা খাতুন, রোকসানা পারভীন, রেহেনা পারভীন এবং লক্ষী রাণী মিত্র প্রমূখ।