সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ কেন্দ্র সচিব প্রত্যাহার ও ১৩ শিক্ষককে অব্যাহতি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁর মান্দায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৮ফেব্রুয়ারি) জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) এর আত্মকর্মসংস্থান ও ব্যাবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে ওই ৪ জন শিক্ষার্থীর কাছে নকল পাওয়ায় তাদেরকে বহিস্কার করা হয়। বহিস্কৃত পরীক্ষার্থীরা হলেন, চক রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাসেল রানা, আমিনুল ইসলাম ও নাজমুল হোসেন এবং বিষ্ণপুর চকশৈল্যা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ওয়াসিমা খান ইতি।

অপরদিকে বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় কালিকাপুর- চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ৩ জন এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রের ৪ জন শিক্ষক পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় কালিকাপুর- চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ৬ জন শিক্ষক দায়িত্বে অবহেলা করায় পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক পলাশ কুমার,কশব উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলতাব হোসেন, গোটগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান ও কাটখৈর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফরহাদ হোসেন দায়িত্বে অবহেলা করায় পরীক্ষা কার্যক্রম থেকে ২ বছরের জন্য অব্যাহতি দেন পূর্বের কেন্দ্র সচিব অধ্যক্ষ জহুরুল ইসলাম। উক্ত কেন্দ্রে প্রশ্নপত্র সল্ফ করার সময় কালিকাপুরের সহকারি শিক্ষক আতাউর রহমান এবং কশব উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমানকে হাতেনাতে আটক করেন বলেন বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এছাড়াও কালিকাপুর- চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষায় চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধাসহ তিন জনকে আটক করা হয়। এরপর বিশেষ তদবিরে তাদের ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে একজন শিক্ষককে আজীবনের জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

জানা গেছে,পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন অনিয়মের কারণে গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ জহুরুল ইসলাম এবং কালিকাপুর- চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুল আলিমকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। তিনি জানান, প্রত্যাহারকৃত কেন্দ্র সচিবদের পরিবর্তে আগামীকাল থেকে গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রে দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ এবং কালিকাপুর- চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নুরুল্যাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ এ.বি.এম. ফজলে রাব্বী সচিবের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।