রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় ইস্তিস্কার নামায অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নওগাঁর মান্দায় ইস্তিস্কার নামায অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ৯ টায় উপজেলার রেবা আখতার আলিম মাদ্রাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মান্দা উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা রিয়াজুল হক কাসেমী। এতে প্রায় তিন শতাধিক মুসল্লি অংশগ্রহন করেন।

নামাজে অংশগ্রহণ করতে আসা স্থানীয় মুসল্লি ডা:ইকরামুল বারী টিপু এবং তৌহিদ ইসলাম বাদলসহ অনেকে বলেন, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি, গাছপালাসহ সবাই খুব কষ্টে আছে। এর থেকে পরিত্রাণ পেতেই এ নামাজে অংশগ্রহণ করা।

এব্যাপারে মান্দা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃখোরশেদ আলম বলেন, চলমান তীব্র তাপদাহের ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন । এজন্য বৃষ্টির আশায় এ নামাজ ও দোয়ার আয়োজন করা। ইস্তিস্কার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয় বলেও জানান তিনি।