রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

মান্দায় ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার প্রসাদপুর বাজারে ( সোনালী ব্যাংকের  পূর্ব পার্শ্বে) আয়োজিত এ টুর্নামেন্টে নওগাঁ জেলার মান্দা ও নিয়ামতপুর, রাজশাহী জেলার রাজশাহী সদর,মোহনপুর, তানোর, পুঠিয়া, চাঁপাই নবাবগঞ্জের রহনপুর ও চৌডালা উপজেলাসহ ১৬টি দল অংশ নেয়।

খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নওগাঁ জেলার নিয়ামতপুর-১ (সাগর + সৌরভ) এর দল। এ ছাড়া রানার্সআপ হয়েছে রাজশাহী-১ (সানোয়ার+ সাহেল) ও তৃতীয়স্থান লাভ করে তানোর-১ (সেলিম+ রাব্বি) এবং চতুর্থস্থান লাভ করে মান্দা-১ (হিরো+ সুমন) এর দল। সন্ধ্যা ৭ থেকে রাত ৩ টা পর্যন্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে ১ম পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ২য় পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৩য় পুরস্কার হিসেবে একটি রাইচ কুকার এবং ৪র্থ পুরস্কার হিসেবে একটি ব্লেন্ডার মেশিন বিতরণ করা হয়

এসময় টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি মাইনুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, প্রসাদপুর বাজার বণিক সমিতি’র সভাপতি আখতারুজ্জামান আল মুনসুর,মান্দা উপজেলা কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক আকিব জাওয়াদ চৌধুরী প্রমূখ। খেলায় ধারাভাষ্য প্রদান ও করেন খেলা পরিচালানা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা-রেফ্ররী নাজমুল হক (টুটুল) রেফ্ররী উৎপল কুমার মন্ডল,সাইড রেফ্ররী জুয়েল,এরশাদ,সবুজ,জাকির, আরমান,দ্বীপ,সাগর এবং সিফাত প্রমূখ।
তারিখঃ২৭/০১/২০২৪