সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় অগ্নিকান্ডে বাকরুদ্ধ শিক্ষার্থী’র পাশে শিল্পপতি সোহাগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে তাসলিমা আক্তার তিথি নামে এক শিক্ষার্থীর নতুন বই-পুস্তকসহ বসতবাড়ির যাবতীয় পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তিথি ফালাঙ্গাপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামের মেয়ে ও কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নতুন বইয়ের সাথে তার স্বপ্ন পুড়ে যাওয়ায় বাকরুদ্ধ হয়ে পড়েছে সে।

এমতাবস্থায় তার সকল শিক্ষা উপকরণ প্রদানের দায়িত্ব নিয়েছেন নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগ। এর আগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ টি পরিবারের লোকজনের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি (শাড়ি,লুঙ্গি, চাল,ডাল,তেল) ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
গত বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের পূর্বপার্শ্বে (ফালাঙ্গাপাড়া গ্রামে) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের ছয়টি বসতবাড়ি পুড়ে  প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়।