শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় বৈদ্যুতিক শট সার্কিটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রমজান আলী, মিঠুন কবিরাজ, বাবু কবিরাজ, সেলিম কবিরাজ, নুরজাহান বেওয়া, গুলজান বিবি, রশিদুল ইসলাম ও ছহির উদ্দিনকে খাদ্য সহায়তা (চাল, ডাল,তেল,চিনি,লবন,ঝালের গুঁড়া,ধনিয়ার গুঁড়া) প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমূখ।
অপরদিকে, মান্দা উপজেলা আওয়ামীলীগ,বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে সমবেদনা জানানোর পাশাপশি আর্থিক সহায়তা প্রদান করেন।