সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে।
তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরামের আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত অনুষ্ঠানে এ সভাপতিত্ব করেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, দেশের কাংখিত উন্নয়নে নতুন প্রজন্মকে সুস্থ ও সবল হতে হবে। তামাকজাত পণ্যের ব্যবহার এ ক্ষেত্রে অন্তরায়। প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান জনস্বাস্থ্যের জন্য হুমকি। কোমলমতি শিক্ষার্থীরা যেন ধূমপান ও
মাদকদ্রব্য থেকে দূরে থাকে সে বিষয়ে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন থাকতে হবে।
মন্ত্রী বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনে তামাকচাষে ব্যবহৃত জমিতে বিকল্প কৃষি পণ্যের চাষাবাদ বাড়াতে হবে।