সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাঠে কাজ করার সময় বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে ইব্রাহিম মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিহত ইব্রাহিমের বাবা গোলাম উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম উপজেলার দাউদ পুর ইউনিয়নের মালদহ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, ইব্রাহিম মিয়া তার বাবার সঙ্গে পাশের গ্রাম ভিটা পাড়ায় নিজেদের ধান ক্ষেতে কৃষি কাজ করছিল। এমন সময় বৃষ্টিপাতের সঙ্গে দুপুরে হঠাৎ বিকট শব্দে মাঠে বজ্রপাত হয়। এতে বাবা ও ছেলে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত গোলাম উদ্দিনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাওহীদুল ইসলাম তাওহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।