মঙ্গলবার , ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

মাগুরার সেই শিশুর পরিবারের পাশে জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ মার্চ, ২০২৫

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সেই শিশুর পরিবারকে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

শুক্রবার (২১ মার্চ) শিশুটির গ্রামে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং ঈদ উপহারসামগ্রী ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনসহ দায়িত্বশীল কর্মকর্তারা।

জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, পরিবারটির জন্যে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে বরাদ্দকৃত ২৫ হাজার টাকার চেক, ৩০ কেজি চাল ও ঈদসামগ্রী প্রদান করা হয়েছে। পরিবারটি যেন স্বচ্ছলভাবে চলতে পারে সে বিষয়েও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এছাড়াও শিশুটির মানসিক প্রতিবন্ধী বাবাকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে।

সম্প্রতি মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় (১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। মৃত্যুর ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীর বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই পরিবারটির পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন জেলা প্রশাসক।