সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাইনী সেতু ধসে বিচ্ছিন্ন সাজেক: পরিদর্শনে এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

খাগড়াছ‌ড়ির দীঘিনালার মাইনী বেইলি সেতু বেইলি সেতুটি পাথর বোঝাই ট্রাকসহ ধসে পরায় সেতু পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের কর্মকর্তারা।

দ্রুত সময়ের মধ্যে ধসে পড়া বেইলি ব্রিজটি সচল করার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের কর্মকর্তারা। একই সা‌থে বিকল্প ব্রিজ দিয়ে চলছে পর্যটকবাহী ছোট গাড়িগুলো।

সূ‌ত্রে জানা যায়, মঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক উঠে পড়লে বেইলি সেতুটি ধসে পড়ে। এ‌তে হতাহত হবার কো‌নো ঘটনা হয়নি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচলের জন্যে অনুরোধ করেছেন।

তিনি জানান, বিকল্প হিসেবে সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর থানা বাজারের ফুট ব্রিজ দিয়ে পারাপারের ব্যবস্থ করা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, ধসে পড়া বেইলি সেতুটি দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, দীর্ঘ ৩ দশক আগে অস্থায়ীভাবে নির্মিত মাইনি বেইলি সেতুটি। ২০১৭ সালের ২৭ অক্টোবর কাঠ বোঝাই ট্রাকসহ আরো একবার ধসে পড়েছিল। সে সময় সাজেক পর্যটন কেন্দ্রসহ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ৭ দিন বন্ধ ছিল।