জেলা প্রতিনিধি: মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় , অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ সোনাহর আলীর তত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ)/এস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নের্তৃত্বে, টিম-২২ এর সদস্যরা ০৭/০৩/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর খুলশী থানাধীন আমবাগান ক্যান্টিন গেইট মোড় থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মোঃ সাহাবুদ্দিনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোঃ সাহাবুদ্দিন জব্দকৃত ফেনসিডিল- গুলো নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে ক্রয় করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বেশি দামে বিক্রয় করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। ধৃত মোঃ সাহাবুদ্দিনের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মাদক মামলাসহ অন্যান্য একাধিক মামলা রুজু আছে।