মহাখালীর একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মীর হোসেন(৫৫) মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে চারটার সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, রোববার (১৭ আগস্ট) রাতে মহাখালী ফিলিং স্টেশনে দগ্ধ মীর হোসেনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাকে আইসিইউ-তে পাঠানো হয়। আজ বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ২ নম্বর বেডে মারা যান তিনি। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, গত রোববার রাত ৮টা ৫০ মিনিটে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।