অবশেষে শেষ হয়েছে মসজিদুল হারামের বহুল প্রতীক্ষিত সম্প্রসারণ প্রকল্প। প্রকল্পটি শেষ হতে সময় লেগেছে ১৫ বছর। এর মাধ্যমে হজ ও ওমরাযাত্রীদের নতুন সুযোগ-সুবিধা বৃদ্ধি ও এক নতুন যুগের সূচনা হলো।
বিস্তৃত সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে মসজিদ আল হারাম এক নতুন রূপ লাভ করেছে, যেখানে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা, উন্নত ভিড় ব্যবস্থাপনা ব্যবস্থা, ব্যাপকভাবে সম্প্রসারিত নামাজের স্থান। এই প্রকল্পের ফলে দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে মনে করে সৌদি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রসারণ প্রকল্পের সফল সমাপ্তি সৌদি আরবের দূরদর্শী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এটি দেশটির ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সৌদি আরবের বৃহত্তর ভিশন ২০৩০ লক্ষ্য অর্জনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
এই প্রকল্প ব্যাপক সমর্থন লাভ করেছে, এর সফল সমাপ্তি হজ, ওমরা এবং অন্যান্য বিশেষ উপলক্ষ্যে ক্রমবর্ধমান হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মসজিদ আল হারাম এই নতুন উন্নয়নের ধাপে প্রবেশ করায়, হজযাত্রী ও দর্শনার্থীরা আরও আধুনিক, দক্ষ ও আধ্যাত্মিকভাবে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন, যা পবিত্র এই স্থানের ঐতিহ্যকে যথাযথভাবে সম্মান জানায়।