সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ১৪ শ্রাবণ ২৯ জুলাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাবেক সাংগঠনিক কর্মকর্তা, উত্তর ধুরুং দায়রা শাখার সাবেক সভাপতি, অসংখ্য কমিটির প্রতিষ্ঠাতা শ্রদ্বেয়  মরহুম নুরুল হক নুর ভাণ্ডারী ( রহ:)’র ৫ম ওফাত বার্ষিকী উপলক্ষে বাদে ফজর ফটিকছড়ি পৌরসভা  ৯ নং ওয়ার্ড উত্তর ধুরুং কে এম টেক খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী ( রহ:)’র মাজার শরিফে সংক্ষীপ্ত পরিসরে খতমে কুরআন, মিলাদ মাহফিল, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া, শাজরা শরিফ পাঠ, জিকির ও মোনাজাত সম্পন্ন।

এতে উপস্থিত ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেফজবিভাগের প্রধান হাফেজ হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ আবুল কালাম, উত্তর ধুরুং দায়রা শাখার সভাপতি আবুল হাশেম, মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক। কোরআন তিলাওয়াত – নাতে রাসূল পাঠ করেন মুহাম্মদ নুরুল মোস্তাফা।

মাইজভাণ্ডারী কালাম পাঠ করেন মুহাম্মদ আরমান উদ্দিন, শাজরা শরিফ পাঠ করেন মোহাম্মদ শরিউত উল্লাহ, মোহাম্মদ বদিউল হক সাকিবসহ মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী আলিম শিক্ষার্থীবৃন্দ।

মিলাদ কিয়াম করেন মাওলানা মুজিবুল হক, সকলের জন্য দোয়া কামনায় মোনাজাত পাঠ করেন হাফেজ মাওলানা আবুল কালাম।