স্টাফ রিপোর্টরঃ বিসিবি থেকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন করছে বগুড়ার এক যুবক। গত রোববার (৫ মার্চ) সকাল ৯টা থেকে শহরের সাতমাথায় এ অনশন শুরু করেন তিনি। আজ বুধবার (৮ মার্চ) ৪র্থ দিনের মতো অব্যাহত ছিল তার আমরণ অনশন। জানতে চাইলে তিনি জানান, মরতে হয় মরবো, তবুও বগুড়াবাসীর প্রাণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরব না। এসময় আক্ষেপ করে তিনি বলেন, দাবি আদায়ের আন্দোলনে আমি একাই আমরণ অনশন পালন করছি, পাশে পাইনি কোন ক্রীড়াপ্রেমী মানুষকে। সকলেই কেমন যেন নিরব ভূমিকা পালন করছে। জানা গেছে তিনি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে হুমায়ন আহম্মেদ রুমেল (৪০)। এবং তিনি চ্যানেল বগুড়া নামের ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর। উল্লেখ্য, গত (২ মার্চ) বিসিবি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে শহীদ চান্দু স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল প্রত্যাহার করে নেয়।

বুধবার , ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি