শনিবার , ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ‘হত্যা মামলার জের ধরে’ বিএনপি কর্মী খুন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ মে, ২০২৫

ময়মনসিংহে হত্যা মামলার জের ধরে আসামিদের ছুরিকাঘাতে মো. ইয়াসিন আলী স্বপন মিয়া (৩৫) নামের এক বিএনপি কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্ডপা প্রাথমিক বিদ্যালয় মাঠে পূর্বের একটি হত্যা মামলার জের ধরে ইয়াসিন আলী স্বপন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মারাত্মক আহত হলে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ইয়াসিন আলী স্থানীয় বাসিন্দা মো. রজব আলীর ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির একজন সক্রিয় কর্মী। তিনি চার মেয়ে সন্তানের জনক।

নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, ২০২২ সালের ১ জুলাই সন্ত্রাসী হামলায় খুন হন আমার ভাই পারভেজ। ওই হত্যার সাক্ষ্যগ্রহণ চলমান আছে। এ কারণে ওই মামলার আসামি দিলীপ বেশ কিছুদিন ধরে পারভেজ হত্যা মামলা আপসের জন্য চাপ দিয়ে আসছিল। মূলত ওই ঘটনার জের ধরেই আমার ভাতিজা ইয়াসিন আলী স্বপন মিয়াকে আসামিরা ছুরিকাঘাত করে খুন করেছে।

নিহতের চাচাতো ভাই মো. আকরাম হোসেন বলেন, ইয়াসিন আলী ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। যারা তাকে ছুরিকাঘাত করে খুন করেছে তারা পারভেজ হত্যা মামলার আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে খুনিদের হত্যা মামলাসহ নানা বিষয়ে পূর্ববিরোধ চলছিল। এ ঘটনায় তদন্ত চলছে, বিস্তারিত তদন্তে জানা যাবে।