ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তোফাজ্জল হোসেন (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই ফিলিং স্টেশনে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ব্লু ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তিনি জানান, ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নারীসহ পাঁচজনকে আনা হয়েছিল। আনার পরে আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়। আজ (বুধবার) সকালের দিকে তোফাজ্জল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে কামরুল হাসান ১০০ শতাংশ, সুমি আক্তার ৩২ শতাংশ এবং আব্দুল মালেককে ৫০ শতাংশ দগ্ধ অবস্থা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সোমবার দুপুর সোয়া ২টার দিকে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।