রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম – মো: আওয়াল হোসেন ওরফে বাবুল হোসেন ওরফে ঠুটা বাবুল ও মো: ইসমাইল হোসেন।
শনিবার (০১ এপ্রিল ২০২৩ খ্রি.) রাত ৮:৫০টায় নটরডেম কলেজের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি মতিঝিল থানার নটরডেম কলেজের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মতিঝিল থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারির নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।