রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তরিকুল ইসলাম জানান, মতিঝিল মেট্রো স্টেশনের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা ওই নারীর নামপরিচয় জানতে পারিনি। তবে তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানিয়েছি।