মতিঝিলে ফুটপাতের ভাতের হোটেলে চাঁদা না দেওয়ায় মারধর করেছে নিরীহ ব্যবসায়ীকে অঘোষিত নেতা মোঃ মোশারফ হোসেন শহীদ।
ঘটনাটি ঘটেছে রাজধানীর মতিঝিল এলাকার বাফুক ভবনের সামনে ভাতের দোকানদার শহীদ মিয়ার কাছে দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছে |
চাঁদা না দেওয়ায় হঠাৎ করে তার গায়ে হাত তুলে বসে এবং তার কাছে থাকা মোবাইলটি ভেঙে ফেলে ও পকেটে থাকা টাকা পয়সা নিয়ে যায় ভুক্তভোগী মোহাম্মদ শহীদ |
দৈনিক বর্তমান কথাকে জানান স্বঘোষিত সেই বিএনপির নেতা মোশারফ হোসেন শহীদ কে বলে টাকা না দিলে এখানে দোকানদারি করতে পারবে না ঘটনাস্থলে বর্তমান কথা সাংবাদিক তার সত্যতা খুঁজে পেয়েছে এবং মোশারফ হোসেন যে দোকানটি করে সেটি আজগের অনুমতি নাই ফুটপাতে জায়গা দখল করে রাজউকের অনুমতি ছাড়া নকশা বহিভূত
ব্যক্তিগত উদ্যোগে ইটগেতে দোকান বানানো সরকারি জায়গার পরেতার পারিবারিক সূত্রে জানা যায় সে এতটাই হিংস্র তার স্ট্রোকের রোগীও এবনরমাল বাবাকে সে ছাড় দেয়নি অবুঝ বাবাকে ভুলিয়ে-ভালিয়ে বাড়ি নিয়ে দশ কাটার সম্পত্তি লিখে নেন এবং তার নয় ভাই বোনের হক নষ্ট করে এবং একাই সম্পত্তি দখল করতেছে