রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগের কর্মীরা। সকাল ১০ টার দিকে উপজেলার ধৌলিগরনগর ইউনিয়নের চটলা বাজার এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। ৩ থেকে ৪ বছর বয়সের পুরুষ হরিণটির ওজন প্রায় ২২ কেজি। 
লালমোহনের পাশ^বর্তী ম্যানগ্রোভ বনাঞ্চল থেকে জোয়ারের পানিতে ভেসে হরিণটি লোকালয়ে চলে আসে। পরে দুপুরে তজুমদ্দিন-শশিগঞ্জ বিটের আওতায় চর উড়িল কেওরা বনে হরিণটি অবমুক্ত করা হয়।
বন বিভাগের লালমোহন রেঞ্জ কর্মকর্তা অসিম কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, সকালে হরিণটি স্থানীয়রা দেখতে পেয়ে আটক করে বন বিভাগকে খবর দেয়। আমরা গিয়ে হরিণটি উদ্ধার করে চর উড়িলের গহীণ কেওরা বনে অবমুক্ত করি।