বুধবার , ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

ভোলায় বিএনপি-ইসলামী আন্দোলন ও জামায়াত সংঘর্ষ, আহত ১১

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ মার্চ, ২০২৫

ভোলার মনপুরায় আসন্ন ঈদ উপলক্ষ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিএনপি-ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) দুপুরে মনপুরা উপজেলার বাংলাবাজার সংলগ্ন ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. নোমান, রাসেল, কাওছার, মহিউদ্দিন, রাফি, আব্বাস, রুবেল, মিজান, সাব্বির, রুবেল ও মামুন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদে ইউপি প্রশাসকের উপস্থিতিতে গরিব-দুস্থদের জন্য জনপ্রতি বরাদ্দকৃত ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করে ইউনিয়ন পরিষদ। এ সময় ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বেশি সংখ্যক চালের কার্ড বিতরণের অভিযোগ এনে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পরিষদ সংলগ্ন বাংলাবাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পরিষদে প্রবেশ করেন। পরে পরিষদে গিয়ে অনিয়মের বিরুদ্ধে ইউপি প্রশাসকের কাছে জানতে চাইলে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়, পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হন। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

চাল বিতরণে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা সমবায় কর্মকর্তা ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাছির উদ্দিন বলেন, ১৫০০ হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ পেয়েছি। নদী তীরবর্তী এলাকা এটি, এখানে গরিব-দুস্থ মানুষ বেশি। মানুষের চাওয়া-পাওয়ার শেষ থাকে না। বিভিন্ন দল তাদের পক্ষ থেকে বেশি নাম দিতে চেয়েছে, এ কারণে ঘটনাটি ঘটেছে। তবে দুপুরের পর থেকেই ফের চাল বিতরণ শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।