সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে ফিরে এসেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার মৃত বাবা-মায়ের নাম ভোটার লিস্টে থাকলেও তার নাম নেই! নেই তার বোনের নামও। বিরক্ত হয়েছিলেন স্বস্তিকা। একই ঘটনা ঘটল টালিউড অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য ওরফে জ্যাকের সঙ্গেও। পুরো ঘটনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জ্যাক।
জ্যাক লিখেছেন, খবরটা পাওয়ার পর থেকেই খুব কষ্ট হচ্ছে। আমার স্ত্রী খুব ভেঙে পড়েছে। বাপি তুমি এলে একবার বললে না। রসিকতা করলেও কর্তৃপক্ষকে কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতা। দায় চাপালেন রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে।
তিনি আরও লেখেন, তুমি ২০১৬-তে আমাদের ছেড়ে চলে গেলে। বললে না ফেরার দেশে যাচ্ছো। কিন্তু এবার সেখান থেকে ফিরে ভোট দিতে এলে। একবার দেখা তো করতে পারতে। তুমি তো সব দেখতে পাও। তোমার ভোট কে দিল বাপি? জ্যাক অভিযোগ করেন, প্রয়াত শ্বশুরের ভোট নিয়ে কারচুপি হয়েছে।
জ্যাকের ওই পোস্টে কমেন্ট করেছেন একই ঘটনার মধ্য দিয়ে যাওয়া বহু মানুষ। একজন লিখেছেন, কোভিডের সময় বাবা মারা যায়। তারও নাম আছে দেখছি। ভোট হয়েছে না প্রহসন, বুঝতেই পারছি না কিছুতেই।