সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

“ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান”

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

জেলায় আজ সরকারের “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচীর আওতায় অনুদান হিসাবে ভিক্ষুকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে লালমনিরহাটে লালমনিরহাট পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পৌর হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এসব অনুদান প্রদান করেন।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় দুস্থদের চিকিৎসার জন্য জনপ্রতি ৫০হাজার টাকার চেক এবং ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে গবাদিপশু, অটোরিকশা ও ক্ষুদ্র ব্যবসার জন্য মালামাল প্রদান করা হয়েছে।