রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারশোঁ পশ্চিমপাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় কার্পেট প্রদান

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

নওগাঁর মান্দায় একটি নূরানী হাফেজিয়া মাদ্রাসায় কার্পেট প্রদান করা হয়েছে । বুধবার বিকেলে ভারশোঁ পশ্চিমপাড়া ঈদগাহ্ জামে মসজিদ ও নূরানী হাফেজিয়া মাদ্রাসায় এসব কার্পেট প্রদান করা হয়।

প্রয়াত সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামানিকের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো.সাদিকুল ইসলাম সোহাগ এসব কার্পেট প্রদান করেন।

শেষে প্রয়াত সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামানিক ও শিল্পপতি মো.সাদিকুল ইসলাম সোহাগের মঙ্গল কামনায় একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের  সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখা’র সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহ এবং ছাত্রনেতা জুয়েল  রানা প্রমূখ।