সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারত-পাকিস্তান ম্যাচের পিচ নিয়ে ‘কিউরেটরও কনফিউজড’

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই নিউইয়র্ক নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক চলছে। ড্রপ-ইন পিচ বসানোর পর খেলার জন্য প্রস্তুত হতে সময় লাগে, অভিযোগ উঠেছে তার আগেই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের। এই পিচে ভারত–পাকিস্তান রোমাঞ্চকর লড়াইয়ে আজ (রোববার) রাতে মুখোমুখি হবে। তার আগে চলছে পিচ নিয়ে কাটাছেঁড়া বিশ্লেষণ। নিউইয়র্কের পিচ নিয়ে স্বয়ং কিউরেটরও বিভ্রান্তিতে আছেন বলে মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এর আগে ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এই পিচেই খেলেছিল। যেখানে কোনো বল অনেক নিচু, আবার কোনোটিতে অস্বাভাবিক বাউন্স উঠতে দেখা যায়। তেমনই একটি বাউন্সার রোহিতের কাঁধে আঘাত করায়, তিনি ফিফটি করার পর বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। ক্রিজ ছেড়ে যান রিটায়ার্ড আউট হয়ে। এ ছাড়া ভারতের জয় নিশ্চিত করা রিশাভ পান্তও পিচে বলের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে নাজেহাল হয়েছিলেন। যা নিয়ে বেশ সমালোচনা করেছেন ভারতের সাবেক তারকা থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা।

নিভারত-পাকিস্তান ম্যাচের পিচ নিয়ে ‘কিউরেটরও কনফিউজড’