ভারতের জম্মু-কাশ্মিরের সাবেক প্রধান বিচারপতি গীতা মিতাল ও দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফকে বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী গোল্ড মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন। সাবেক দুই বিচারপতির পক্ষে গোল্ড মেডেল গ্রহণ করেন ভারতের বিশিষ্ট অ্যাক্রিডিটেড মেডিয়েটর ড. তুষার রায়।
গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে অ্যাক্রিডিটেড মেডিয়েটর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু, আবদুল্লাহ আল হারুন ভুঁইয়া রাসেল, অ্যাডভোকেট আফসানা বেগম, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ তৌহিদ, রিচার্ড গোমেজ, তন্ময় রহমান, তানজিনা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
২০২১ সালে মেডিয়েশনের মাধ্যমে বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজ জীবনে শান্তি স্থাপনে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মেডিয়েশন স্বর্ণ পদকের জন্য বাংলাদেশ, ভারত ও কেনিয়ার পাঁচ বিচারপতি ও ঢাকা পোস্টের সুপ্রিম কোর্ট প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়। বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী এ ঘোষণা দেন। পদকপ্রাপ্তরা হলেন– সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল, জাতিসংঘের ড. কেভিন বেরি ব্রাউন, ভারতের জম্মু-কাশ্মিরের সাবেক প্রধান বিচারপতি গীতা মিতাল, ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, আন্তর্জাতিক বিচার আদালতের সাবেক বিচারপতি ও জাতিসংঘের অম্বুসম্যান বিচারপতি জয়েসি অ্যালুস ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম।
এর মধ্যে গত বছরের ৫ নভেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিমকে ‘বিমস গোল্ড মেডেল-২০২১’ প্রদান করা হয়। এছাড়াও গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের অম্বুসম্যান ড. কেভিন বেরি ব্রাউনকে বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়েছে। সম্মাননা হিসেবে তাদের এক ভরি ওজনের স্বর্ণপদক, পিতলের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।