1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী - NEWSTVBANGLA
শনিবার, ১০ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
আন্তর্জাতিক বিশ্বের কূটনৈতিক চাপের মুখে ভারত সংঘাতের পথ পরিহার করে আলোচনায় আসবে বলে আশা করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দেশটির সংবাদমাধ্য জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, “ভারতের যদি ন্যূনতম বিবেচনাবোধ থাকে, তাহলে তাদের উচিত সংঘাত বন্ধ করে আলোচনায় আসা। তারা যদি (হামলা) থামায়, তাহলে আমরাও থামব; কারণ আমরা ধ্বংস ও অর্থের অপচয় চাই না। দুই দেশের অর্থনীতি ভিন্ন, কিন্তু আমরা সাধারণভাবে শান্তি চাই।”

“আন্তর্জাতিক বিশ্ব ইতোমধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। অনেক বিশ্বনেতার সঙ্গে আমার কথাও হয়েছে। আমরা চাই ভারতও আন্তর্জাতিক বিশ্বের বার্তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুক এবং সংলাপে আসুক।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।
দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর তিন দিনের মধ্যে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান। আরবি ‘বুনিয়ান উল মারসুস’-এর বাংলা অর্থ সীসার প্রাচীর। পাকিস্তানের সেনবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শুক্রবার রাতে ‘বুনিয়ান উল মারসুস’-এর আওতায় ভারতের অন্তত ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান।

এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, “তারা (ভারত) সীমান্ত বন্ধ করেছে, আমাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে, আমাদের বিরুদ্ধে যাচ্ছেতাই অভিযোগ এনেছে এবং সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ এখনও প্রদান করেনি।”

“আমরা যা করছি, তা কোনো আক্রমণাত্মক যুদ্ধ নয়। আমরা শুধু ভারতের নিষ্ঠুরতার জবাব দিচ্ছি। আমাদের সামরিক অভিযান সুনির্দিষ্ট এবং বিশ্ব ইতোমধ্যে জেনে গেছে যে আমরা কেবল আত্মরক্ষার্থে এই অভিযান শুরু করেছি।”

গতকাল শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। ফোনালাপে তিনি দুই দেশের উত্তেজনা প্রশমণের আহ্বান জানানোর পাশাপাশি বলেছেন, যদি ভারত ও পাকিস্তান সংঘাতের পথ পরিহার করে আলোচনায় আসতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র এতে সহযোগিতা করবে।

জিও নিউজকে ইসহাক দার বলেন, “ভারত যে ভুল পথে আছে, তা তাদেরকে বোঝানো এখন আন্তর্জাতিক বিশ্বের দায়িত্ব। আমাদের পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের ন্যায্য অধিকারের আওতাধীন। বিজয় পাকিস্তানের হবে।”

সূত্র : জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট