শুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

ভারতের বিপক্ষে হারের ম্যাচে কেন ৫ রান খুইয়েছিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চলতি আসরের সবচেয়ে বড় আপসেটের জন্ম দেয় তারা। এ নিয়ে দুই ম্যাচ জিতে আমেরিকানরা সুপার এইটের সুবাসও পাচ্ছিল। সেই দৌড়ে ধাক্কা খায় গতকাল ভারতের বিপক্ষে হেরে। ম্যাচটিতে নিজেদের ভুলে ৫ রান পেনাল্টিও দিতে হয় স্বাগতিকদের, ভারত জিতে যায় ১০ বল এবং ৭ উইকেট হাতে রেখে।

জবাবে ভারতের যখন ৫ ওভারে ৩৫ রান লাগবে, তখনই পেনাল্টি পায় যুক্তরাষ্ট্র। ফলে পাঁচ রান জরিমানা হয়ে ভারতের সামনে সমীকরণ দাঁড়ায় ৩০ বলে ৩০ রানের। যা সূর্যকুমার যাদবের ফিফটিতে তারা ১৮.২ ওভারেই টপকে যায়। এর আগে যে ভুলের কারণে যুক্তরাষ্ট্র ৫ রান খুইয়েছে সেটি জেনে নেওয়া যাক। চলতি বিশ্বকাপ থেকে আইসিসি স্টপ-ক্লক নিয়ম স্থায়ীভাবে চালু করেছে। এর আগে খেলার গতি ধরে রাখতে গত বছরের নভেম্বর থেকে ওভারের মাঝের সময় পর্যবেক্ষণের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ‘স্টপ ক্লক’ ব্যবহার শুরু করেছিল।জবাবে ভারতের যখন ৫ ওভারে ৩৫ রান লাগবে, তখনই পেনাল্টি পায় যুক্তরাষ্ট্র। ফলে পাঁচ রান জরিমানা হয়ে ভারতের সামনে সমীকরণ দাঁড়ায় ৩০ বলে ৩০ রানের। যা সূর্যকুমার যাদবের ফিফটিতে তারা ১৮.২ ওভারেই টপকে যায়। এর আগে যে ভুলের কারণে যুক্তরাষ্ট্র ৫ রান খুইয়েছে সেটি জেনে নেওয়া যাক। চলতি বিশ্বকাপ থেকে আইসিসি স্টপ-ক্লক নিয়ম স্থায়ীভাবে চালু করেছে। এর আগে খেলার গতি ধরে রাখতে গত বছরের নভেম্বর থেকে ওভারের মাঝের সময় পর্যবেক্ষণের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ‘স্টপ ক্লক’ ব্যবহার শুরু করেছিল।