1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, সবাইকে ঘরে থাকার নির্দেশ - NEWSTVBANGLA
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, সবাইকে ঘরে থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পাঞ্জাবের অমৃতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর অম্রিতসার বিভাগীয় প্রশাসন সেখানে ব্ল্যকআউট শুরু করে।

বার্তাসংস্থা এএনআই মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে অমৃতসারের বিভাগীয় প্রশাসন আবারও ব্ল্যাকআউট শুরু করেছে। তারা সবাইকে ঘরে থাকতে বলেছে। সঙ্গে আতঙ্কিত না হতে, বাড়ির বাইরে জড়ো না হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে।
এনএনআইয়ের একই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, ব্ল্যাকআউট করা হচ্ছে পূর্বসতর্কতার অংশ হিসেবে।
সেখানে পাকিস্তানের বিমানবাহিনী বা সেনারা হামলা চালিয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, অমৃতসারে বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে।

এরমধ্যে ফেসবুকে অমৃতসারের অনেক মানুষকে উদ্বিগ্ন হয়ে পোস্ট দিতে দেখা গেছে। পি এন শর্মা নামে একজন লিখেছেন, “আত্তারি সীমান্ত এলাকায় বিকট শব্দ শোনা গেছে।” আমারবীর সিং নামে একজন লিখেছেন, “এগুলো কোনো সনিক শব্দ ছিল না। ছিল বড় ধরনের বিস্ফোরণ। বাড়ি কেঁপে ওঠার পর আমি জেগে উঠি।”
এরআগে আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে শেহবাজ বলেন, “গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।”

“আমাদের চেয়ে অনেক বড় সৈন্যবাহিনী থাকা ভারতকে আমাদের ইচ্ছার কাছে হার মানতে বেশি সময় লাগেনি। তাদের গৌরবের প্রতীক, পাঁচটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল নিষ্পত্তিমূলক। আমরা তাদের মধ্যে যে ক্ষত তৈরি করেছি সেটি সহজে সারবে না।”

ভারতের হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যারমধ্যে সাত বছরের একটি শিশু আছে উল্লেখ করে শেহবাজ বলেন, “আমরা শহীদদের পরিবারের পাশে আছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদদের প্রতি ফোটা রক্ত বিবেচনায় নেওয়া হবে।”

শেহবাজ ২৬ জন নিহত হওয়ার তথ্য জানালেও পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্তে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, “তারা তাদের অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। আমাদের সেনারা প্রমাণ করেছে কীভাবে বিধ্বংসী জবাব দিতে হয়। আমরা তাদের বীরত্বকে স্যালুট জানাই।”

ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, “এই হামলার জন্য ভারতকে ভুগতে হবে। গতরাতে যেসব রক্ত ঝরেছে তার প্রতিটি ফোটার বদলা নেওয়া হবে। ভারত হলো কাপুরুষ শত্রু। যারা নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু তারা আবার নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু গতকাল আমরা প্রমাণ করেছি পাকিস্তান জানে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। পুরো জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে স্যালুট জানায়।”

এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। শেহবাজ বলেন, ভারত যাই করুক কাশ্মিরের বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।

সূত্র: এএনআই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট